দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২১ আগস্ট শনিবার বিকালে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সিও অফিস বাসষ্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহ-সভাপতি সাবেক মেয়র বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, জেলা আওয়ামীলীগের সদস্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মোল্লা, মহসিন আলী, এনামুল হক টি রানা, শামীমা আক্তার মুক্তা, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুল মহলদার আমিন, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে আমিনুল ইসলাম পলাশ, খায়রুল ইসলাম, কৃষকলীগের সভাপতি আবু তাহের রানা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার, শ্রমিকলীগের সভাপতি আশরাফ আলী, ছাত্রলীগনেতা নুর ইসলাম সহ প্রমুখ। সভার শুরুতেই ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরেণ দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক।
Leave a Reply