রোববার বিকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।
এসময় সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জিয়ানগর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন, দুপচাঁচিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, গোবিন্দপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ওমর আলী, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলে নেতৃবৃন্দ, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উদ্বোধনী খেলায় দুপচাঁচিয়া সদর ইউনিয়ন একাদশ বনাম জিয়ানগর ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন। জিয়ানগর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে। অপর দিকে একই মাঠে অপর খেলায় তালোড়া পৌরসভা ফুটবল একাদশ বনাম গোবিন্দপুর ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এই খেলায় তালোড়া পৌরসভা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন লিটন আকন্দ তাকে সহযোগিতা করেন আরিফ মন্ডল ও আয়নাল হক।