দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ২৮ আগস্ট শনিবার বিকালে দুপচাঁচিয়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, কিশোরগ্যাং সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতামুলক সভা বাজারদীঘি বাসস্ট্যান্ড চত্বরে স্থানীয় চেয়ারম্যান তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সজল, এসআই এরশাদ আলী, স্থানীয়দের মধ্যে আয়েত আলী, আওয়ামীলীগ নেতা মহসিন আলী, বাকের আলী সেন্টু, মেম্বার আফছার আলী, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ সুজা সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, এএসআই ফরিদ উদ্দীন।
Leave a Reply