দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
১ সেপ্টেম্বর বুধবার দুপচাঁচিয়া উপজেলায় জাতীয়তাবাদি দল (বিএনপি’র) ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে বাদ জোহর বাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা সহ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল বাকি।
এ সময় উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল ইসলাম খান হিরু, পৌর বিএনপি’র আহ্বায়ক মফিজ উদ্দীন, যুগ্ম আহ্বায়ক মেশকাতুর রহমান বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মওয়াজ্জিম হোসেন,
গোলাম ফারুক, আক্তারুজ্জামান তুহিন, জান্নাতুল ফেরদৌস, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল মান্নান, মেহেদী হাসান, ছাত্রদল নেতা ফজলে রাব্বী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply