দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের আয়োজনে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার অংশ হিসাবে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। উপজেলা বিআরডিবি হলরুমে জনপ্রতি ১ লাখ টাকা করে এই চেক বিতরণ করেন ইউসিসিএ লিঃ এর সভাপতি মোত্তালেব হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন। এ সময় পল্লী স য় ব্যাংকের ব্যবস্থাপক মাহফুজার রহমান, পল্লী উন্নয়নের জুনিয়র অফিসার শাহিন বাদশা, মাঠকর্মী মতিয়ার রহমান, আঃ কুদ্দুস, হিসাব সহকারী আবু তাহের, মাঠ সংগঠনিক ফেরদৌস, অফিস সহকারী সীমা রানী মহন্ত, গ্রাম সংগঠক মেরাজুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ দিন ৭জন করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে জনপ্রতি ১ লাখ টাকা করে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
Leave a Reply