দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ৪ সেপ্টেম্বর শনিবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে। এরা হলো উপজেলার ঝালঘরিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আহম্মেদ আলী (১৯), জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সুহলী গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মামুন (৩৮) ও আব্দুস সামাদের ছেলে বুলবুল (৩৫)।
জানা গেছে, ঘটনার দিন রাত ১১টায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উপজেলার জিয়ানগরের খলিশ্বর ঝালঘরিয়া গ্রামের পাকা সড়কের উপর উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তিন যুবককে গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৪০পিচ ইয়াবা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে ওই রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ ৫ সেপ্টেম্বর রোববার গ্রেফতারকৃতদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply