দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
৫ সেপ্টেম্বর রোববার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার জাতীয় শ্রমিকলীগের সাথে উপজেলা কার ও মাইক্রোবাস চালক সমতির মতবিনিময় সভা দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, শ্রমিক নেতা ও কাউন্সিলার মহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শ্যামল চন্দ্র মহন্ত, দুপচাঁচিয়া পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি সুজন মহন্ত, সাধারণ সম্পাদক হাসান আলী, তালোড়া পৌর শ্রমিকলীগের সভাপতি শাহীন প্রামানিক, সাধারণ সম্পাদক সাগর প্রামানিক। কার মাইক্রোবাস সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সোহেল হোসেন, আকরাম হোসেন, মজনু প্রামানিক, কামরান হোসেন, আজাদ, আতোয়ার, ছাত্রলীগ নেতা সৌরভসহ প্রমুখ নেতৃবৃন্দ। পরে উপজেলা কার ও মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক চালক প্রধান অতিথি জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালামের হাতে ফুলের তোড়া দিয়ে উপজেলা জাতীয় শ্রমিকলীগে যোগদান করে। সমগ্র সভাটি পরিচালনা করেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী।
Leave a Reply