দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় রোববার ( ১২ সেপটেম্বর ) দুপুরে শুনল্যা গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুপচাঁচিয়ার উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে রেজাউল করিম (৩৫),মৃত আকাম উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (৩০), কুড়াহার গ্রামের মোকলেছুর রহমানের ছেলে মিজানুর রহমান (২৮), শুনল্যা গ্রামের মৃত জালাল উদ্দিন প্রামানিকের ছেলে আনিছুর রহমান (২৫) এবং আবু বকর সিদ্দিকের ছেলে রাশেদুল ইসলাম (২৪) নামের ৫ জুয়াড়ী কে আটক করেছে পুলিশ। আটককৃতদের নিকট থেকে ২ হাজার ৩৮০ টাকা, ২ সেট তাস এবং একটি মাদুর জব্দ করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার এসআই রাশেদুল ইসলাম জানান, আটককৃত ৫ জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের সাপেক্ষে রোববার (১২ সেপটেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply