দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা নবজাগরণ প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে ও বগুড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় প্রতিবন্ধী মোবাইল থেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের পানাগাড়ি নবজাগরণ প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপি ভ্রাম্যমান এই মোবাইল থেরাপি ক্যাম্পেইন এ প্রতিষ্ঠানের ১৮৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের থেরাপি প্রদান করা হয়। থেরাপি প্রদান করেন ডাক্তার উলফাত-ই কাওনাইন। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি শহিদুল ইসলাম, নবজাগরণ সংস্থার উপদেষ্টা আব্দুল আলিম খান, নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply