দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ঃ
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর ভ্রাম্যমাণ আদালত রিপোন ফার্মেসী ওষুধের দোকানে অভিযান চালান। দোকানে মেয়াদউত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় তার সাথে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত উপজেলা সদরের হাসপাতাল গেট সংলগ্ন দেলোয়ার হোসেনের মালিকানাধীন রিপন ফার্মেসীতে এই অভিযান চালান। এ সময় দোকানে মেয়াদউত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষধ পাওয়া যায় তা জব্দ করে। দোকান মালিক দেলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক ভাবে তা আদায় করেছেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, মেয়াদউত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধসহ নেশাজাতীয় দ্রব্যর বিরুদ্ধে ফার্মাসী গুলোতে এই অভিযান চালানো হচ্ছে। আগামীতে তা অব্যাহত থাকবে।
Leave a Reply