দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা বলেছেন, শারদ উৎসব হলো অসাম্প্রদায়িক চেতনায় বাঙালির প্রাণের উৎসব। হিন্দু অধ্যসিত দুপচাঁচিয়া উপজেলা সদরে এই উৎসবকে ঘিলে যে প্রাণচ লতা ও উৎসবমুখর পরিবেশ প্রতিবছরের ন্যায় তৈরি হয়েছে তা যেন শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই লক্ষে সকলকেই দায়িত্ব পালন করতে হবে। তিনি সন্ত্রস মাদক, জুয়া নির্মুলে কঠর হুমিয়ারি উচ্চারণ করে বলেন, দুপচাঁচিয়া উপজেলাকে সন্ত্রস, মাদক, জুয়া মুক্ত করতে সকলকে সহযোগিতা করতে হবে।
গত ১০ অক্টোবর রোববার রাতে দুপচাঁচিয়া প্রেসক্লাবের আয়োজনে ও প্রেসক্লাবের সহ-সভাপতি সাবেক মেয়র বেলাল হোসেনের অর্থায়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের গরিবদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। প্রেসক্লাব চত্বরে ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি শামীমা আক্তার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক।
Leave a Reply