দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে দুপচাঁচিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ আজাদ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইনśালিল্লাহে………রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত নছির উদ্দীন প্রামানিকের ছেলে আব্দুস সামাদ আজাদ বেশ কিছুদিন যাবত ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে নাতি নাতনি সহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকালে গ্রামের রফিকুলের চাতালে তার জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক, নজরুল ইসলাম মোল্লা, আওয়ামীলীগ নেতা কাউন্সিলার এসএম কায়কোবাদ, শ্রমিক নেতা কাউন্সিলার মহিদুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু, দুপচাঁচিয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক কেএম বেলাল,যুগ্ন সাধারন সম্পাদক ফিরোজ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক দুলাল বসাক।
Leave a Reply