দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ১৯ সেপ্টেম্বর শনিবার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও এসএম জাকির হোসেনের ভ্রাম্যমান আদালত মাদকাসক্ত নওশাদ হোসেন খান নাহিদ (৪০) নামের যুবককে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে।
জানা গেছে, উপজেলা সদরের চকসুখানগাড়ী গ্রামের মৃত সিরাজুল ইসলাম খানের ছেলে নওশাদ হোসেন খান নাহিদ দীর্ঘ দিন যাবত মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক ক্রয়ের টাকার জন্য মা সহ পরিবারের লোকজনকে মারপিট সহ বাড়ির মূল্যবান জিনিসপত্র ভাংচুড় করে। পুত্রের অত্যাচারে অতিষ্ট হয়ে মা আফরোজা বেগম থানায় অভিযোগ দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত নওশাদ হোসেন খান নাহিদকে ১৯ সেপ্টেম্বর শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply