দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
দুপচাঁচিয়া উপজেলার খলিশ্বর গ্রামের নেশার টাকা না দেওয়ায় আপন নানা ও নানী কে পিটিয়ে গুরুতর জখম করেছে মাদক সেবী নাতী রাজু (২১)। আহতদেক স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করেছে। জানা গেছে, উপজেলার খলিশ্বর গ্রামের মৃত হামিদুলের ছেলে রাজু গত রবিবার তার নানা বাড়ি বেড়াতে যায়। রাত আনুমানিক ১০টায় নেশার টাকার জন্য নানা ও নানীকে চাপ দেয়। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে মাদকসেবী নাতী তাদেরকে মারপিট করে আহত করে। আহতরা হলেন গুনাহার গ্রামে জোব্বার (৬৬) ও তা স্ত্রী বেগুম (৬০)। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply