দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নের বনতেতুলিয়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী ইসমাইল হোসেন (১৭) কে কবুতর চুরির অভিযোগে মারপিট করায় গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে।
সরেজমিনে গিয়ে পরিবার ও এলাকাসূত্রে জানা গেছে, একই পাড়ার আলেফউদ্দিনের ছেলে আলাউদ্দিনের বাড়ি থেকে ৪ নভেম্বর ভোর রাতে কয়েকটি কবুতর চুরি হয়। এ ঘটনার জের ধরে সৌদি প্রবাসি বুলু প্রামানিকের ছেলে স্থানীয় উচ্চবিদ্যালয়ের ছাত্র ইসমাইল হোসেন (১৭) কে আলাউদ্দিনের ছেলে মেহেদি (২০) সহ কয়েকজন বৃহস্পতিবার সকাল দশটার দিকে বাড়ি থেকে টেনে হিচঁড়ে বের করে অদূরে একটি ফাঁকা ঘরে তাকে বেদম মারপিট করে ছেড়ে দেয়া হয়। পরে আবারও দুপুরে ওই ঘটনার রেশ ধরে টেনে হিচঁড়ে আলাউদ্দিনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মারপিট করে ইসমাইলের মা ও দাদা কে ডেকে নিয়ে বারো হাজার টাকা জরিমানা করা হয়।
বাড়িতে এসে বিকালে চুরির অপবাদ সহ্য করতে না পেরে লজ্জায় ক্ষোভে নিজ শয়ন ঘরে গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকলে বাড়ির লোকজন টের পেয়ে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।পরে সন্ধ্যায় মৃত্যূবরন করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply