দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ৬ নভেম্বর শুক্রবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী ধর্ষণ, নির্যাতন, কিশোরগ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতামুলক সভা পৌরসভার ৮নং ওয়ার্ডের বোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কাউন্সিলার রেজানুর রহমান তালুকদার রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক টি রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, প্রচার ও প্রকাশণা সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম, সাবেক মেম্বার তোফাজ্জল হোসেন তোফাসহ প্রমুখ। উল্লেখ্য প্রত্যেক বক্তাই পুরো উপজেলা সিসি ক্যামেরার আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।
Leave a Reply