দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিবাদ্য বিষয় কে সামনে রেখে (৬ নভেম্বর) শনিবার সকালে দুপচাঁচিয়া উপজেলা সমবায় অফিস ও সমবায়ীদের যৌথ আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে হাবিবুর রহমান সাথী হলরুমে সহকারি কমিশনার(ভুমি) আবু সালেহ মোহাম্মাদ হাসনাত এর সভাপতিত্বে ও এমদাদুল হকের স ালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। ও অন্যান্যদের মধ্যে আওয়ামীলীগ নেতা মোহসিন আলী, উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া সুলতানা, বিভিন্ন সমবায় সমিতির পক্ষে শাহিদুর রহমান কয়েন, মনছুর আলী, মাহফুজার রহমান দুলাল সহ প্রমুখ। আলোচনা শেষে কেক কর্তন সহ গাছের চারা বিতরন করা হয়
Leave a Reply