দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় স্ত্রীর সাথে অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবনে শনিবার ( ৬ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহিনুর (২২) নামের এক যুবকের মৃত্যূ হয়েছে । সে দুপচাঁচিয়া উপজেলার পালীমহেশপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।
জানা গেছে, শাহিনুর বিভিন্ন ভবনে ছাউনি প্রস্তুতির জন্য ঝালাইয়ের কাজ করত। তিন-চার দিন পূর্বে কাজে গিয়ে ঝালাই করার পূর্বে চোখে চশমা পড়তে গিয়ে বাড়ী থেকে বহনকৃত ব্যাগে খুঁজে না পেয়ে বিক্ষুদ্ধ হয়। পরে বাড়ি ফিরে এসে ব্যাগে চশমা তুলে না দেওয়ার জন্য স্ত্রী কে দোষারোপ করে। এ ঘটনায় অভিমান করে ঘুমের ট্যাবলেট সেবন করে দু-তিন দিন ঘুমাছন্ন থাকে। অভিমানের মাত্রা নিয়ন্ত্রন করতে না পেরে অবশেষে শনিবার ( ৬ নভেম্বর ) সকালে গ্যাস ট্যাবলেট সেবন করে শাহিনুর। বাড়ির লোকজন বিষয়টি টের পেলে তাকে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুরে মৃত্যূবরণ করে শাহিনুর।
Leave a Reply