দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
৭ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় দুপচাঁচিয়া উপজেলার বনতেতুলিয়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী ইসমাইল হোসেন (১৭) কে কবুতর চুরির অভিযোগে মারপিট করায় সে চক্ষুলজ্জায় গ্যাসের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আলতাফনগর খিহালী মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলতাফনগর রেল ষ্টেশন এলাকায় প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন চলা কালে বক্তব্য রাখেন, তার সহপাঠী এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ইয়ামিন নাহার, মিজানুর রহমান, নাহিদা বানু, তাবাচ্ছুম আনিকা বৃষ্টি, তানভীর আহম্মেদ, মিনহাজ সহ প্রমূখ। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে মিথ্যা অপবাদকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
Leave a Reply