দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় সোমবার ( ৮ নভেম্বর) বিকালে ছাগল চুরির অভিযোগে
উপজেলার গোবিন্দপুর মধ্যপাড়ার আ. মজিদের ছেলে মিলন (৩২), গোবিন্দপুর সাহাপাড়ার বাবলু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২) এবং আদমদীঘি উপজেলার শাওইল গ্রামের মৃত মোনসের আলীর ছেলে নয়ন (৩১) নামের তিন ব্যক্তি কে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সোমবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনি বাজারস্থ চৌমুহনি -আলতাফনগর রাস্তার পাশে জনৈক আ. গফ্ফারের দই কারখানার নিকটবর্তী স্থানে ঘাস খাওয়ার সময় ছাগল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে কয়েকজন। এসময় স্থানীয় লোকজন ৩ জন কে আটক করতে সক্ষম হলেও দু-তিন পালিয়ে যায়। পরে পুলিশ টহল টিমের কাছে ওই তিনজন কে সোপর্দ করে থানায় এজাহার দায়ের করা হয়।
দুপচাঁচিয়া থানার এসআই রাশেদুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহন সাপেক্ষে আটক তিন ব্যক্তি কে বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply