দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
আগামী ১৪ নভেম্বর থেকে অনুষ্ঠিত ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দুপচাঁচিয়া উপজেলায় ৩,০৩৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্য ১,৬৪৪ জন ছাত্র এবং ১,৩৯০ জন ছাত্রী। উপজেলার ৬ টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫০০ জন, দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯১৫ জন, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫৯ জন, দুপচাঁচিয়া ডিএস মাদরাসা কেন্দ্রে ৫৬৬ জন, দুপচাঁচিয়া এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রে ১০২ জন এবং তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply