দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় যৌতুকের দাবিতে শারিরীক নির্যাতনের শিকার হয়েছে এক গৃহবধূ। এ ঘটনায় ৪ জন কে বিবাদী করে বুধবার (১০ নভেম্বর) দুপচাঁচিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবাদীরা হলো দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকার গোলাম হায়দার চৌধূরীর ছেলে রিয়াজুল ইসলাম চৌধূরী,মৃত ইয়াকুব আলী চৌধুরীর ছেলে গোলাম হায়দার চৌধূরী (৫৫), তাঁর স্ত্রী রহিমা বেগম (৪৫) এবং কাহালু উপজেলার সাঘাটিয়া গ্রামের সিরাজুল ইসলাম সোহেলের স্ত্রী উম্মে হাবিবা (২৭)।
মামলায় দায়েকৃত এজাহারের বরাতে পুলিশ জানায়, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারস্থ এলাকায় বসবাসরত গৃহবধূ খালেদা জাহান চৌধূরী (২১) কে যৌতুকের দাবীতে তার স্বামী রিয়াজুল ইসলাম চৌধূরী (২৪) প্রায় শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করত। ঘটনার ধারাবাহিকতায় , বসতবাড়ির পূর্বদূয়ারী শয়ন ঘরের মধ্য ১৫ অক্টোবর সন্ধ্যা ৭.০০ টার দিকে গৃহবধূ খালেদা জাহান চৌধুরীর নিকট থেকে তার স্বামী রিয়াজুল ইসলাম চৌধূরী আবারও ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে। যৌতুক দিতে অসম্মতি প্রকাশ করায় তার স্বামী, শ্বশুড়, শাশুড়ী ও ননদ যৌথভাবে ওই গৃহবধূ কে এলোপাথারীভাবে মারধর করে শরীরের বিভিন্নস্থানে জখম করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান আলী জানায়, বিবাদীদের আটক করতে পুলিশ তৎপরতা অব্যাহত আছে।
Leave a Reply