দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ঃ
গত ১৫ নভেম্বর সোমবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ আমষট্ট উত্তরপাড়া গ্রামে পূর্বের বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় বিপ্লব প্রামানিক (৩৮) এর অন্ডকোষ ছিড়ে ফেলার অভিযোগে থানায় মামলায় আবুল হোসেন (৫৫) ও সবুজ হোসেন’কে (৩০) গ্রেফতার করেছে।
জানা গেছে, উপজেলার আমষট্ট উত্তরপাড়া গ্রামের মৃত ধরিজ উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৬৫) এর সাথে তার ছোট ভাই আবুল হোসেন (৫৫) দীর্ঘদিন যাবত পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন গত সোমবার সকালে পূর্ব পরিকল্পিত ভাবে আবুল হোসেন, তার স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে সবুজ হোসেন পূর্ব পরিকল্পিত ভাবে হাতে লোহার রড, সাবল, লাঠি নিয়া আব্দুস সাত্তারের বাড়িতে প্রেবেশ করে এবং গালিগালাজ করতে থাকে। এ সময় আব্দুস সাত্তার মন্ডল গালিগালাজ করতে নিষেধ করলে তাকে মারপিট করে রক্তাক্ত যখম করে। ওই সময় তার চিৎকারে তার ভাতিজা মৃত খয়বর আলী মন্ডলের ছেলে বিপ্লব প্রামানিক (৩৮) এগিয়ে এলে আসামিরা তাকেও মারপিট শুরু করে। এক পর্যায়ে সে মাটিতে পড়ে গেলে তার অন্ডকোষ চেপে ধরে ছিড়ে গুরুত্বর যখম করে। গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আব্দুস সাত্তার মন্ডল নিজেই বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা গ্রহণ করেই তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাদ্দৌল্লা আসামিদের গ্রেফতারের অভিযানে নামেন। থানা বাসস্ট্যান্ড এলাকা তেকে আসামি আবুল হোসেন ও তার ছেলে সবুজ হোসেনকে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে ১৬ নভেম্বর মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply