বগুড়ার সান্তাহারে স্বাস্থ্যবিধি না মানায় ও বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ১৭হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার বিকেলে সান্তাহার পৌর এলাকায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ অভিযান পরিচালনা করে এ রায় দেন।
তিনি জানান, সান্তাহার পৌর এলাকার সোনার বাংলা মার্কেটে একটি কাপড়ের দোকানে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করা ও সরকারি আদেশ লঙ্ঘন করে বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং বাসের উভয় সিটে যাত্রী নেয়ার কারনে তাদের উল্লেখিত পরিমান জরিমানা করা হয়।
Leave a Reply