দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
২৪ নভেম্বর মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা সদরের তারাজুন মোকছেদিয়া ফাযিল মাদ্রাসার গভর্ণিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এ দিন মাদ্রাসা শ্রেণিকক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনটি অভিভাবক সদস্য পদের জন্য মোট ৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে। মোট ৪০৬ জন অভিভাবক ভোটারের মধ্যে ৩০২ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। ভোটে নির্বাচিত তিন জন অভিভাবক সদস্য হলেন, ভোটে নির্বাচিত তিন জন অভিভাবক সদস্য হলেন, আনিছুর রহমান (প্রাপ্ত ভোট ১৪৪), শহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ১৪৩) ও আব্দুর রাজ্জাক (প্রাপ্ত ভোট ১৩৪)। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা প্রকৌশলী রবিউল আলম।
Leave a Reply