দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২৯ নভেম্বর সোমবার দুপচাঁচিয়া উপজেলার কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন সমিতির কার্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মেইল বাসস্ট্যান্ড সংলগ্ন আমজাদ কমপ্লেক্সে সমিতির অস্থায়ী কার্যালয়ে সকাল ১০ টা থেকে বিরতিহীন বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। নির্বাচনে ১৪৭ জন ভোটারদের মধ্যে ১৩৯ জন ভোটার তাদের ভোট প্রদান করে।
নির্বাচনে সভাপতি পদে দুই জন ও সাধারণ সম্পাদক পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে সিরাজুল ইসলাম প্রামানিক (চেয়ার) ৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী মান্টু প্রামানিক (মাছ) পেয়েছেন ৬৪ ভোট। এ ছাড়াও মুনছুর আলী (ফুটবল) ৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোজাম্মেল হক (ছাতা) পেয়েছেন ৬৬ ভোট।
অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজা সাখিদার,
কার্যনির্বাহী সদস্য ফিরোজ হোসেন, সানাউল্লাহ, আব্দুল করিম ও আতোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন, নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার রোকেয়া সুলতানা।
Leave a Reply