দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া জব্দকৃত সরকারি চাল প্রকাশ্যে নিলামে বিক্রয় করা হয়েছে।৭ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার তালোড়ায় জব্দকৃত এ চাল প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। উক্ত প্রকাশ্য নিলামে সাতজন অংশগ্রহণ করেন। এতে বাদশা অটো রাইস মিল সর্বোচ্চ দরদাতা হিসাবে ১৩লাখ ৬২হাজার ৫শ(ভ্যাট ও আইকরসহ) ২৬হাজার ৯শ ৯০কেজি চাল, মাঝারি ও ছোট বস্তা ২হাজার ৯শ ৯৮টি ক্রয় করেন। প্রকাশ্য নিলামে সরকারি ১২লাখ ৮২হাজার ৫’শ টাকা দর ঘোষণা করেন নিলাম কমিটির আহবায়ক অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক,সদস্য থানার ওসি( তদন্ত) নাসিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলীর প্রতিনিধি উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাসেত সহ উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদাউস, তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, দুপচাঁচিয়া চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, উপজেলা খাদ্য পরিদর্শক কৃষ্ণপদ বর্মণ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, তালোড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য গত বছরের ২৯ অক্টোবর তালোড়ায় সরকারি চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ রাখার অপরাধে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারকৃত ফারুক দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাঁশোপাতা মহল্লার আমিনুর রহমানের ছেলে।
সরকারি চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ রাখার অপরাধে ২৭হাজার কেজি চাল ও তিন হাজার খালি বস্তা জব্দ করা হয়েছিল।
#