দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ৪ ডিসেম্বর শনিবার ভোর রাতে দুপচাঁচিয়া উপজেলায় থানা পুলিশ দুটি চোরাইগরুসহ মিনিট্রাক উদ্ধার করেছে।
দুপচাঁচিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুপচাঁচিয়া হয়ে দুটি চোরাই গরু সহ ১টি মিনিট্রাকে করে নওগাঁর দিকে রওনা হয়েছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ থানা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। আনুমানিক ভোর সাড়ে ৪টায় একটি মিনিট্রাক আসতে দেখে তাকে থামানোর জন্য সংকেত দিলে চালক ট্রাকটি অন্য একটি ট্রাককে ধাক্কা দিয়ে ট্রাকে থাকা ৭ থেকে ৮ জন লোক পালিয়ে যায়। পরে থানা পুলিশ ট্রাকে থাকা গরু দুটি সহ ট্রাকটি থানায় নিয়ে আসে। থানায় মামালা সূত্রে জানা গেছে, নাটোর জেলার সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত কাবেনের ছেলে হোসেন আলীর গত শুক্রবার ভোর রাতে দুটি বোকনা গরু চুরি হয়। এ সংক্রান্তে হোসেন আলী সিংড়া থানায় একটি সাধারণ ডায়রী করেন। পরে অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে জানতে পারে দুপচাঁচিয়া থানায় দুটি চোরাই গরু উদ্ধার করে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানায় এসে গরু দুটিকে নিজের বলে শনাক্ত করে। এবং অজ্ঞাত নাম ধরে থানায় একটি চুরি মামলা দায়ের করে। মামলা গ্রহণ করেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ মিনিট্রাকে চোরদের ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জামাদিকে সূত্র হিসাবে ব্যবহার করে এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় চোর শনাক্ত করে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সংসারদীঘি বাজার এলাকা থেকে মৃত আবু সাঈদ ফকিরের ছেলে জামাল উদ্দিন (৩৯) কে আটক করেন। দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, পলাতক গরু চোরের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply