জানা গেছে, গতকাল শুক্রবার নওগাঁ জেলার রানীনগর থানার বিশিয়া গ্রামের হামিদ সরদারের ছেলে মৎস্য ব্যবসায়ী রশিদুল ইসলাম নরশিংদী জেলায় মাছ বিক্রি করে ট্রাক (যাহার নং-ঢাকা মেট্রো-ড-১১-৫৪৪০) যোগে বাড়ি ফিরছিলেন। বগুড়া-নওগাঁ সড়কের হাটসাজাপুর বাজারদীঘি নামক স্থানে পৌছিলে বগুড়া থেকে নওগাঁ গামী অজ্ঞাতনামা একটি ট্রাককে পিছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের গ্লাস দুমড়াইয়া ও মুচড়াইয়া যায়। এ সময় ট্রাকে থাকা মৎস্য ব্যবসায়ী রশিদুল কপালে আঘাত লাগিয়া মাথা ফাটিয়া রক্তাক্ত জখম ও গুরুতর আহত সহ ডান পা ভেঙ্গে যায়। স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এগিয়ে এসে আহতদেক উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু পরেই মৎস্য ব্যবসায়ী রশিদুল ইসলাম মারা যায়। এ সংক্রান্তে রশিদুল ইসলামের ভাই রহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
Leave a Reply