প্রেস রিলিজ : র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানা এলকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখিয়া অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১০ ডিসেম্বর ২০২১ ইং তারিখ ১৭০০ ঘটিকায় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন চৌমহনী বাজারস্থ আলহাজ¦ গহের আলী কমপ্লেক্সের সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী
মোঃ নাজমুল ইসলাম (২৬), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-ইসলামপুর খানাবাড়ি, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া’কে মোট ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে। অপর একটি আভিযানিক দল ১০ ডিসেম্বর ২০২১ ইং তারিখ ১৯৩০ ঘটিকায় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতাল গেটের প্রবেশ মুখে উত্তর পার্শ্বে রিপন ফার্মেসীর ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী
১! মোঃ রফিকুল ইসলাম (৪৩), পিতা-মৃত শাজাহান মিয়া, সাং-দুপচাঁচিয়া মাস্টারপাড়া, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া, ২। মোঃ জাহিদ হাসান (২২), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-বিরকেদার, থানা-কাহালু, জেলা-বগুড়াকে মোট ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোবাইলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply