বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. টপ টেন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. প্রধান খবর

জাল দ’লিলে জমি আ*ত্মসাতের দায়ে বগুড়ায় প্রধান শিক্ষকসহ গ্রে’প্তার ৪

প্রতিবেদক
দুপচাঁচিয়া নিউজ
জানুয়ারি ৯, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার দুপচাঁচিয়ায় জাল দলিল সৃজন করে জমি আত্মসাতের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন, উপজেলার পোথাট্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার সাকিদার, মোছাম্মৎ মুরশিদা বেগম, দলিল লেখক মো. রাশেদ আলী ও শেখ এস নাজমুল হক। এদের সবারি বাড়ি দুপচাঁচিয়া উপজেলায়।
এর আগে ২০২২ সালের ৯ নভেম্বর উপজেলার পোথাট্টি গ্রামের বাসিন্দা শাজাহান মীর বাদি হয়ে বগুড়ার দুপচাঁচিয়া আমলী আদালতে মামলা করেন। মামলায় সাত জনকে আসামী করা হয়। পরবর্তীতে মামলার শুনানীতে আরও দুজনকে আসামি করা হয়।
মামলার সূত্রে জানা যায়, পোথাট্টি উচ্চ বিদ্যালয়ের পাশে শাজাহান মীরের স্ত্রী সাজেদা বিবির নামে আট শতক জমি রয়েছে। তিনি ২০১৩ সালে মারা যান। এরপর ২০২০ সালে পোথাট্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপনে একটি জাল দলিল সৃজন করে জমিটি আত্মসাতের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে ২০২২ সালে দুপচাঁচিয়া আমলী আদালতে মামলা করেন শাজাহান ও তার সন্তানেরা।
সেই মামলায় গত বছরের ২৯ অক্টোবর জাল দলিল সৃজন করার বিষয়টি প্রমান হয়। ওই বছরের ১ ডিসেম্বর পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য দুপচাঁচিয়া আমলী আদালতের বিচারক সহকারী জজ পলী রানীর আদেশ দেন। বিচারকের আদেশ অনুযায়ী সদর আমলী আদালতে আসামিদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন দুপচাঁচিয়া আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান। এই মামলায় গত বছরের ২৬ ডিসেম্বর আসামিদের গ্রেপ্তারে ওয়ারেন্ট জারী হয়। সেই ওয়ারেন্টমূলে দুপচাঁচিয়া থানা পুলিশ প্রধান শিক্ষক, তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করে।
মামলার বাদি শাজাহান মীর জানান, স্কুলের পাশের আট শতকের জমিটি আমাদের দখলে আছে। আমার স্ত্রী সাজেদা বিবি ও নজরুল ইসলাম নামে মামলার এক আসামিকে দাতা দেখিয়ে একটি জাল দলিল সৃজন করেন প্রধান শিক্ষক আব্দুল গফফার। এতে তার স্ত্রী, নজরুল ইসলাম, দলিল লেখকসহ অন্যরা সহযোগীতা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জাল দলিল করে জমি আত্মসাতের ঘটনায় প্রধান শিক্ষক, তার স্ত্রীসহ চার জনকে আজ ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই তাদের আদালতে চালান করা হয়।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

দুপচাঁচিয়ায় কলেজ ছাত্রের আত্মহ ত্যা

দুপচাঁচিয়ায় ইউএনও’র সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সাকিবের বার্ষিক আয় সাড়ে ৫ কোটি টাকা

নাটোরে স ড়ক দু র্ঘটনায় বগুড়ার ২ মোটরসাইকেল আরোহী নি হত

লোহিত সাগরে আরও দুই ইসরাইলি জাহাজে হামলা

দুপচাঁচিয়ায় গ লায় ফাঁস দেয়া ডেকোরেটর ব্যবসায়ী ফিরোজের লা শ উ দ্ধার

দুপচাঁচিয়ায় সাবেক এমপি মরহুম আব্দুল মোমিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে নবাগত ইউএনও শাহরুখ খানকে ফুলেল শুভেচ্ছা

নাশকতা মামলায় আমান, রিজভীসহ ৪৫ জনের বিরদ্ধে অভিযোগ গঠন

সান্তাহারে ট্রাক চা’পায় দুপচাঁচিয়ার তিন বন্ধু নি হত