দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরে বড়িয়া গ্রামে মাঠে ধানের বীজতলায় ছাই ও সার দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আতোয়ার হোসেন (৬৪) নামের এক ব্যক্তি আহত হয়েছে।
জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আতোয়ার হোসেনের সাথে একই গ্রামের মৃত বাহার আলী মন্ডলের ছেলে হাফিজার রহমান মন্ডল (৬৫), মৃত মহির উদ্দিনের ছেলে বাবু (৩২), হাফিজারের ছেলে মাহফুজ আলী (২০) ও মোজাহার আলীর ছেলে রেক্কাত আলী (২০) সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিষয়ে আতোয়ার হোসেন বাদি হয়ে বগুড়া আদালতে দু’টি মামলাও করেছেন। ঘটনার দিন গতকাল মঙ্গলবার সকালে আতোয়ার হোসেন তার জমিতে ধানের বীজতলায় ছাই ও সার দিতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয়। এক পর্যায়ে তাকে মারপিট করে জমির পাশে ফেলে দেয় পরে তাকে গ্রামের বাবুর বাড়িতে নিয়ে গিয়ে আটক রাখে। বিষয়টি জানাজানি হলে আতোয়ার হোসেনের বাড়ির লোকজন সহ প্রতিবেশিরা এগিয়ে এলে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply