দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১৩ ডিসেম্বর সোমবার রাতে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরে চলন্ত মটরসাইকেলের ধাক্কায় আহত আব্দুর রশিদ সরকার (৬৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জানা গেছে, উপজেলার জিয়ানগর চকপাড়া গ্রামের আব্দুর রশিদ সরকার (৬৫) ঘটনার দিন গত ১৩ ডিসেম্বর সোমবার বিকালে চকপাড়া রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দুপচাঁচিয়া অভিমুখে আসা একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। সাথে সাথে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় মারা যায়। স্থানীয় চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ১৪ ডিসেম্বর মঙ্গলবার বিকালে গ্রামেই তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
Leave a Reply