দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৪ ডিসেম্বর মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চৌধুরীপাড়া বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ইউএনও মুহাঃ আবু তাহির ও থানা অফিসার ইনচার্জ হাসান আলী। পরে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারি দপ্তর, প্রেসক্লাব পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও পদ্মপুকুরের গণকবর জিয়ারত সহ দোয়া করা হয়। এদিকে বেলা ১১টায় দুপচাঁচিয়া প্রেসক্লাবে সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের স ালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রভাষক মতিউর রহমান দেওয়ান পলাশ, প্রভাষক রমেন্দ্রনাথ পোদ্দার, সাজু মন্ডল, ফিরোজ হোসেন, মেশকাতুর রহমান, অসীম কুমার দাস, দুলাল বসাক সহ প্রমুখ। সভার শুরুতেই স্বাধীনতা যুদ্ধে সকল মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Leave a Reply