মোঃ কুতুবশাহাবউদ্দিন বাবু, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ২৬শে ডিসেম্বর ৪র্থ ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া কাহালু উপজেলায় ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য ৪টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মাঝে চলছে জ্বালাও পোড়াও ও ধাওয়া পাল্টা ধাওয়া। কাহালু সদর ইউনিয়নে আ.লীগের দলীয় প্রার্থী ও সতন্ত্র ঘোড়া মার্কা প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া মারপিটে আহত হয়েছে ২জন ও ভাঙ্গচুর করা হয়েছে ১০টি মোটরসাইকেল এবং নির্বাচনী ক্যাম্প। এদিকে পাইকর ইউনিয়নে আ.লীগের দলীয় প্রার্থী ও স্বতন্ত্র আনারস মার্কা প্রার্থী এবং অপর স্বতন্ত্র মোটরসাইকেল মার্কা প্রার্থীর মধ্যে চলছে নির্বাচনী অফিস ভাঙ্গচুর, ধাওয়া পাল্টাধাওয়া, হুকমী ধুমকী। এছাড়াও মুরইল ইউনিয়নে আ.লীগের দলীয় প্রার্থী স্বতন্ত্র ঘোড়া মার্কা প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ উঠেছে। নারহট্ট ইউনিয়নে আ.লীগের দলীয় প্রার্থী ও সতন্ত্র প্রার্থীর মধ্য মারপিট ধাওয়া পাল্টাধাওয়া ও ছুড়িঘাতে আহতের ঘটনা ঘটেছে।
Leave a Reply