মোঃ কুতুবশাহাবউদ্দিন বাবু, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ চতুর্থ ধাপে বগুড়ার কাহালু উপজেলার ৮ ইউপি নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। উক্ত নির্বাচনে কালাই ইউনিয়ন পরিষদ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম এর (চশমা মার্কার) সমর্থনে,( ১৯ ডিসেম্বর) রোববার পায়ে হেটে এক বিশাল প্রচারণা মিছিল বের করা হয়। ইউনিয়নের কাউড়া বাজার হতে চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় বিশিষ্ঠ ও মুরব্বী ব্যক্তিবর্গসহ প্রচারণা মিছিলটি ইউনিয়নের নলডুবি,নওদা পাড়া, কুমার পাড়া,শিববাটি,কণিপাড়া,তিনদিঘী পিলকুঞ্জ,পাঁচগ্রামসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানসহ গ্রাম প্রদক্ষিণ করে। প্রচারণা মিছিলে ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও সাধারণ ভোটার অংশ গ্রহন করেন।
Leave a Reply