দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ২২ ডিসেম্বর বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা ও আচরণ বিধি সংক্রান্ত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেন, আসন্ন দুপচাঁচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোথাও কোন কারচুপির আশংকা নেই। যার ভোট সেই দিবে এমনই আশ্বস্ত করে তিনি বলেন, কোন প্রকার গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না।
উপজেলার ৫টি ইউনিয়ন নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং চমৎকার একটি নির্বাচন উপহার দিতে প্রশাসন প্রস্তুত। সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা সিনিয়ার নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্, থানা অফিসার ইনচার্জ হাসান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আব্দুল খালেক,
নুর মোহাম্মদ, তোজাম্মেল হোসেন, মোয়াজ্জেম হোসেন, আজমল হোসেন, শাহজাহান আলী, আব্দুল বাখের সেন্টু, সাখাওয়াজ হোসেন মল্লিক, সাধারণ সদস্যদের মধ্যে সোহেল মাহমুদ সুজা সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন।
Leave a Reply