দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
সোমবার বেলা ১১টায় দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, প্যানেল মেয়র ইদ্রিস আলী, থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই জাকির হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা দৌলতুনেśছা, ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোনোয়ারুল ইসলাম ফিরোজী, বিদ্যুৎ উনśয়ন বোর্ড নেসকোর সহকারী প্রকৌশলী কালাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সোহেল রহমান, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে মনোয়ার হোসেন হেলাল, শাহজাহান আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক দুলাল বসাক, বিভিনś পূজা মন্ডপ পরিচালনা কমিটির পক্ষে শিবেন দাস সহ প্রমুখ। সভায় করোনা ভাইরাসের সংক্রমণে সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দুপচাঁচিয়া উপজেলায় ৩৮টি পুজা মন্ডব পরিচালনা কমিটির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply