দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ২৪ ডিসেম্বর শুক্রবার রাতে দুপচাঁচিয়া উপজেলার আসন্ন চামরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা মামলায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, উপজেলার চামরুল আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন প্রামানিক (নৌকা) এর সমর্থকদের সাথে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোলচিতাগাড়ী বাজারে নির্বাচনী প্রচারণার বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটে। এতে রিপন শেখ (২৪) নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হয়। এ ঘটনায় আজমল হোসেন প্রামানিক পরের দিন শুক্রবার বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা গ্রহণ করেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলেফ ফোর্স সহ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী টেমাপূর্বপাড়া গ্রামের আবুল হোসেন প্রামানিকের ছেলে দুলাল প্রামানিক (৩৮) ও চামরুলের আব্দুল মান্নান মন্ডলের ছেলে রুবেল মন্ডল (৩২) কে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ২৫ ডিসেম্বর শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply