কুতুবশাহাবউদ্দিন বাবু, কাহালু বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে নির্মাণাধীন ইটের প্রাচীরের স্লাব চাপা পড়ে ১ মহিলা ও চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো শিশু সাজ্জাদ (৪) পিতা মোঃ ইদ্রীস আলী ও মোঃ সাইফুল ইসলাম বগার স্ত্রী মাহফুজা বেগম (৪৫)। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ঐ মহিলা নিজ বাড়ির পাশে খড়ের পালা দিতে নির্মাণাধীন প্রাচীরের গেইটের ছাদে উঠে। এ সময় প্রাচীর গেইটের ¯ স্লাব ধসে পড়ে শিশু সাজ্জাদ ও মাহফুজা প্রাচীরের দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। কাহালু থানার এস আই মোঃ রেজাউল করিম ও মহিউদ্দীন ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরত হাল রিপোর্টে তৈরি করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। কাহালু থানার পুলিশ পরিদর্শক মোঃ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় মৃত দেহ ২ টি তাদের পরিবারের জিম্মায় দেন পুলিশ ।
Leave a Reply