দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর(প্যানেল মেয়র -১) ইদ্রিস আলী কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন ০৩ জানুয়ারি সোমবার স্বাক্ষরিত এক চিঠিতে এই বরখাস্তের কথা জানানো হয়। স্মারক নং-৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০৫.২১-১৪ চিঠিতে বলা হয়েছে, দুপচাঁচিয়া পৌরসভার কাউন্সিলর ৯নং (প্যানেল মেয়র-১) ইদ্রিস আলীর বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপচাঁচিয়া থানার মামলা নং-১২ জি আর-২৯/২০১৫ এসটি নম্বর ২৭০/১৬ এর অভিযোগ পত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) মোতাবেক যেক্ষেত্রে কোন পৌরসভার মেয়র অথবা কোন কাউন্সিলর অপসারণের কার্যক্রম আরম্ভ করা হইয়াছে অথবা তাহার বিরুদ্ধে ফৌজদারী মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হইয়াছে, সেই ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হইলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে মেয়র অথবা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করিতে পারিবে।
এতে বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার কাউন্সিলর ৯নং (প্যানেল মেয়র-১) ইদ্রিস আলীর বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপচাঁচিয়া থানার মামলা নং-১২ জি আর-২৯/২০১৫ এসটি নম্বর ২৭০/১৬ এর অভিযোগপত্র এবং ২৮ এপ্রিল ২০১৬ তারিখে বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় উক্ত পৌরসভার কাউন্সিলর ৯নং (প্যানেল মেয়র -১) কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে। সেহেতু স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর(প্যানেল মেয়র -১) ইদ্রিস আলী কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Leave a Reply