দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
আগামীকাল ৫ জানুয়ারী বুধবার দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫টি ইউনিয়নের মোট ৫টি চেয়ারম্যান পদে ২১জন, ১৫ জন সংরক্ষিত সদস্য পদে ৬৬ জন এবং ৪৫ জন সাধারণ সদস্য পদে ১৬৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন জানান, দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণের ব্যালট বক্স, প্রয়োজনীয় কালি, স্ট্যাম্প সহ আনুসাঙ্গীক সকল সরঞ্জামাদি (০৪ জানুয়ারী) মঙ্গলবার ভোট কেন্দ্রে পৌছানো হয়েছে। বগুড়া জেলা প্রশাসক উক্ত নির্বাচন উপলক্ষে আচরণ বিধি প্রতিপালনে এবং নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সার্বিক আইন-শঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের জন্য ৫টি ইউনিয়নে ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন। তারা হলেন, দুপচাঁচিয়া সদর ইউনিয়নে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ আবু তাহির, গোবিন্দপুর ইউনিয়নে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা, চামরুল ইউনিয়নে দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, গুনাহার ইউনিয়নে নন্দিগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এবং জিয়ানগর ইউনিয়নে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি।
থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার্থে ১ জন অফিসার ও ৪ জন পুলিশ সহ ১৭ জন আনছার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে ২টি মোবাইল টিম সহ স্ট্যান্ডিং ফোর্স ২ প্লাটুন বিজিবি ও বগুড়া র্যাব-১২ একটি টিম নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন।
Leave a Reply