দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় গত বুধবার ৫ম ধাপে অনুষ্ঠিত ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। ৫টি ইউনিয়নেই চেয়ারম্যান পদে ৪ স্বতন্ত্র প্রার্থী সহ ১ জামায়াত নেতা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এরা হলেন, দুপচাঁচিয়া সদর ইউনিয়নের বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন (মটরসাইকেল) ৬৭২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগের মনোনীত আব্দুল বাখের সেন্টু (নৌকা) পেয়েছেন ২৭৬৪ ভোট। গোবিন্দপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন মল্লিক (আনারস) ৯২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াত নেতা মজিবর রহমান (চশমা) ৭৫১৬ ভোট ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুর রশিদ মুঞ্জু (নৌকা) পেয়েছেন ৩০৫২ ভোট। চামরুল ইউনিয়নের পুনরায় নির্বাচিত বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা শাহজাহান আলী (ঘোড়া) ৯৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম অপর বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম শাহ (চশমা) ৬৮০০ এবং আওয়ামীলীগে মনোনীত আজমল হোসেন (নৌকা) ১৮৭৯ ভোট পেয়েছেন। গুনাহার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা নুর মোহাম্মদ আবু তাহের (চশমা) ১৪৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগের মনোনীত বর্তমান চেয়ারমান শাহ্ মোঃ আব্দুল খালেক (নৌকা) পেয়েছেন ২৯১৩ ভোট। ও জিয়ানগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আনোয়ার হোসেন (আনাসর) ৬৭৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগের মনোনীত কামরুজ্জামান (নৌকা) পেয়েছেন ৫২৬২ ভোট ও জাতীয় পার্টির কায়ছার আলী (লাঙ্গল) ১২১৭ ভোট পেয়েছেন। উল্লেখ্য এ দিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৪৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পূর্ণ করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে দুপচাঁচিয়ার ৫ টি ইউনিয়নকে ভোট গ্রহনের পূর্বদিন রাত থেকে নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়। যার ফলে ভোটাররা নির্বিঘেœ উৎসব মূখর পরিবেশে তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
Leave a Reply