ফিরোজ হোসেন নিজস্ব প্রতিনিধিঃ
গত রোববার দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুত্বর আহত অটোভ্যান চালক আকরাম হোসেন (৪২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সোয়া নয়টায় উপজেলার জিয়ানগর ইউনিয়নের জলঙ্গী গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে অটোভ্যান চালক আকরাম হোসেন (৪২) স্থানীয় বেড়াগ্রাম বাজারে যায়। এ সময় ছিনতাইকারী জুয়েল হোসেন (২৩) যাত্রীবেশে জিয়ানগর যাওয়ার কথা বলে অটোভ্যানে ওঠে। ভ্যানটি জিয়ানগর রাস্তার জলঙ্গী হিন্দুপাড়ার মোড়ের নিকট পৌছিলে জুয়েল হোসেন (২৩) পিছন থেকে ধারালো চাকু দিয়া হত্যার উদ্দেশ্যে আকরাম হোসেনের শরীরের বিভিনś স্থানে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে ছিনতাইকারী জুয়েল হোসেন অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে লোকজন রক্তাক্ত অবস্থায় আকরাম হোসেনকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করে। তার অবস্থা আশংকা জনক হওয়ায় রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আকরাম হোসেনের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তথ্য প্রমানান্তে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বারইল নয়াপাড়া আশ্রায়ন প্রকল্প-টু এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে জুয়েল হোসেন (২৩) কে গ্রেফতার করে। এদিকে প্রায় চার দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে গত রোববার দিবাগত রাত ১২ টায় অটোভ্যান চালক আকরাম হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
Leave a Reply