দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৭ জানুয়ারি সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদ ক্যাম্পাস চত্বরে নতুন এই ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও ইউএনও মুহাঃ আবু তাহির। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হুদা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাকিউল ইসলাম, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার নুর আলম সহ প্রমুখ। উল্লেখ্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে এই নতুন ভবনের নির্মাণ কাজ হচ্ছে।
Leave a Reply