দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৮ জানুয়ারি মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলায় মুজিব শতবর্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে আরো ৩০টি নির্মাণাধীন বাড়ির কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও ইউএনও মুহাঃ আবু তাহির।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আশরাফুল আরেফিন জানান, দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ ২০২১-২২ অর্থবছরের উপজেলার দুপচাঁচিয়া সদর ও গুনাহারে ভূমিহীন গৃহহীন পরিবারের ৩০টি বাড়ি নির্মাণের জন্য ৭০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ২ লাখ ৪০ হাজার টাকা করে প্রতিটি বাড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে। সদরের খোলাশ গ্রামের খাস জায়গায় উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের তত্ত¡াবধায়নে বাড়িগুলো নির্মাণ কাজ দ্রæত এগিয়ে চলছে। উল্লেখ্য উপজেলায় প্রাথমিক ভাবে ১৬৩টি ভূমিহীন-গৃহহীন পরিবারের তালিকা করা হয়। এর মধ্যে থেকে মুজিব শতবর্ষ উপলক্ষে ১৩৩টি পরিবার পূর্ণবাসনে দুর্যোগ সহনীয় গৃহনির্মাণে ২০২০-২১ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ২ কোটি ২৭ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। উক্ত ৩০টি বাড়ি নির্মাণ করে হস্তানতর করা হলে উপজেলার প্রায় শতভাগ ভূমিহীন গৃহহিন পরিবারের মাথা গোজার ঠাই হবে।
Leave a Reply