দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
রোববার দুপুরে দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপি তারুণ্যের উৎসব মেলা আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে। বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক আবুল বাসারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সহকারী জেলা শিক্ষা অফিসার ফজলুল হক, বিদ্যালয় সহকারী পরিদর্শক হাবিবা ইয়াসমিন, বাংলাদেশ শিক্ষক সমিতির বগুড়া জেলা শাখার যুগ্ম আহŸায়ক মাহিনুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির কাহালু উপজেলার সাংগঠনিক সম্পাদক বুলবুল হাসানসহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী শিক্ষক নুরনবী সরদার। পরে প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।