দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৭ অক্টোবর শনিবার দুপচাঁচিয়া উপজেলায় জেলা পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অফিসার ইনচার্য (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন, সহকারী পুলিশ সুপার (আদমদিঘী সার্কেল) কেএইচ এম এরশাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, মেয়র জাহাঙ্গীর আলম, পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক তৌহিদুল মহলদার, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল মহলদার আমিন, ছাত্রীদের পক্ষে সাবিহা তাবাছুম, প্রমা চৌধুরী, শ্রমিক নেতা আশরাফ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাংবাদিক এম সরওয়ার খান প্রমুখ। সমগ্র সমাবেশটি পরিচালনা করেন এস.আই আব্দুস সালাম। এছাড়াও উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদ সহ ৫টি ইউনিয়নে পৃথকভাবে অনুরুপ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply