দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৯ অক্টোবর সোমবার দুপচাঁচিয়া পৌরসভায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা মিলনায়তনে মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র কাউন্সিলার মহিদুল ইসলাম সরদার, কাউন্সিলারদের মধ্যে এসএম কায়কোবাদ, আশরাফুজ্জামান সাগর, ইউনুস আলী মহলদার মানিক, আব্দুস সালাম আলম, আবু বক্কর সিদ্দিক, রেজানুর তালুকদার,
প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক দুলাল বসাক, হিন্দু, বদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি রথিন্দ্রনাথ বসাক কালা, বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির পক্ষে মহাশ্বশান কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, শিবেন দাস, সোহাগ সাহা প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, পৌর সচিব কার্তিক চন্দ্র দাস।পরে পৌর এলাকার পূজা মন্ডপের পুরহিদদের মাঝে বার্ষিক সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য দুপচাঁচিয়া পৌরসভা এলাকায় ১৪টি পুজা মন্ডপে শারদীয় দুর্গোপুজা উদযাপিত হবে।
Leave a Reply