দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
৭ ফেব্রুয়ারী সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ১নং ওয়ার্ডের তালুকদারপাড়ায় সুমাইয়া খাতুন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার তালোড়া পৌরসভার ১নং ওয়ার্ডের তালুকদারপাড়ার সৌদি প্রবাসী আব্দুল মজিদ দীর্ঘদিন যাবত প্রবাসে অবস্থান করছেন। তার স্ত্রী এক ছেলে ও মাদ্রাসা পড়–য়া মেয়ে তালোড়া শাহ এয়তেবারিয়া মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সুমাইয়াকে নিয়ে বাড়িতে বসবাস করে। ঘটনার দিন সোমবার সকাল আনুমানিক সাড়ে ৭ টায় সৌদি প্রবাসী মজিদের সাথে মোবাইলে কথা বলার জন্য সুমাইয়ার মা বাড়ির বাহিরে যান। কথা বলা শেষে বাড়ি ফিরে সুমাইয়াকে দেখতে না পেয়ে খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে নবনির্মিত ঘরের দড়জা বন্ধ দেখেন। অনেক ডাকাডাকির পরেও ভিতর থেকে সারা না পাওয়ায় ঘরের জানালার ইট খুলে দেখেন সুমাইয়া শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। সে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং দড়জা ভেঙ্গে ঝুলন্ত সুমাইয়ার লাশ উদ্ধার করেন। আত্মহত্যার সঠিক কারণ জানা না গেলেও তার মা জানান মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিলো। এ বিষয়ে তার মা সেলিনা বেগম বাদী হয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
Leave a Reply